• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

পোস্টম্যানকে মারধর করে পার্সেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, থানায় অভিযোগ

  • ''
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি:


পোস্ট অফিস লালমনিরহাট ডাকঘর শাখায় কর্মরত বেলাল মিয়া (২৭) নামে এক পোস্টম্যানকে মারধর করে পার্সেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে একটি পার্সেল ডেলিভারি করার জন্য পোস্টম্যান বেলাল মিয়া একই অফিসের আনোয়ার হোসেন নামে একজনকে সাথে নিয়ে শহরের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারে এসে পার্সেল এর মালিক মোঃ ইসমাইলকে খোঁজার জন্য কাউন্টার ম্যানেজারের অফিসে আসেন। এসময় ইসমাইলের খোঁজ জানতে চাইলে ক্লিনিক ম্যানেজার পাশের রুম দেখিয়ে দেন। পরে সে রুমে ইসমাইল নামে কোন ব্যক্তি না থাকায় অপর এক ব্যক্তি পার্সেলটি গ্রহন করতে চায়। কিন্তু পোষ্টম্যান অফিসিয়াল নিয়ম অনুযায়ী পার্সেলটি নামীয় ব্যক্তি ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না জানিয়ে দিয়ে চলে আসতে চাইলে ক্লিনিকের কর্মচারিরা জোর করে পার্সেলটি সিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা পোস্টম্যান বেলাল মিয়াকে মারধর করে বুকে ও মাথায় জখম করে। পরে বেলালের সঙ্গে থাকা আনোয়ার হোসেন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পার্সেলসহ তাকে উদ্ধার করে।

আহত বেলাল বলেন, ক্লিনিকের কাউন্টারে থাকা ম্যানেজারের নির্দেশে অজ্ঞাতনামা কয়েকজন ছেলে আমার পরনের প্যান্টের পিছন থেকে ব্যাগ ছিনিয়ে নেয়। যার মধ্যে নগদ ১১,৩০ ০ টাকা ও কিছু অফিসিয়াল জরুরি কাগজপত্র ছিলো।

এদিকে ৯৯৯ ফোন পেয়ে সদর থানা পুলিশ এসে সিসিটিভির ফুটেজ দেখলেও অজ্ঞাত কারণে ওই ফুটেজ তারা সংগ্রহ না করেই চলে যায়।
লালমনিরহাট পোস্ট অফিসের প্রধান ডাকঘর কর্মকর্তা আফসাতুন বানু বলেন, আহত পোষম্যানকে সদর হাসপাতলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সদর থানার ওসি ওমর ফারুক বলেন, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads